অনলাইনে ক্লাস করিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা

23rd March 2020 অনান‍্য
অনলাইনে ক্লাস করিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা


সৌম‍্য বন্দ‍্যোপাধ‍্যায় : করোনা আতঙ্কে রাজ্য জুড়ে চলছে লকডাউন ॥ ব্যতিক্রম নয় রাজ্যের শিক্ষাব্যবস্থাও। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের গেটে তালা ॥পূর্ণাঙ্গ শাট ডাউন ঘোষণা করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় । এমতাবস্থায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়া ও অভিভাবকরা । তবে সংকট নিরসনে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি ॥ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ঠিক হয়েছে সেখানে রোজ দুটি থেকে তিনটি অনলাইন ক্লাস হবে ।যে সব পড়ুয়া সরাসরি এই ক্লাসে যোগ দিতে পারবেন না , তাদের পাঠানো হবে ক্লাসের রেকর্ডিং লিংক । বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান সোমদত্তা চক্রবর্তীর বক্তব্য লার্ণিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই ক্লাস হচ্ছে । জানা গেছে সেমেস্টার পরীক্ষাও অনলাইনে করার কথা ভাবছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । পিছিয়ে নেই কলেজগুলিও । পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর কলেজ ও হুগলীর শরৎ সেন্টিনারি কলেজের ইংরেজী বিভাগে গুগল ক্লাসরুম অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে অনলাইন পাঠদান । ওই দুই কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয়  প্রধান সুপ্রীতি দেবনাথ ও ড.রামানুজ  কোনার জানান এখন এই অ্যাপভিত্তিক পড়ানোর ব্যবস্থা হয়েছে । সবটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গাইডলাইন মেনে। সুপ্রীতিদেবী বলেন বিশ্বজোড়া করোনা আতঙ্কের মধ্যে ছাত্রছাত্রীদের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে পেরে শিক্ষক হিসেবে আমরা গর্বিত । কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকরাও আমাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ।

          ছবি - সংগৃহিত





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।